শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কালো টাকার শোকে বিরোধীরা

প্রতিদিন ডেস্ক

কালো টাকার শোকে বিরোধীরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যকে ঘোর আপত্তিকর হিসেবে দেখছে গোটা বিরোধী পক্ষ। প্রধানমন্ত্রীকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে উত্তাল সংসদ। বিরোধীরা সংসদে তার ভাষণ শুনতে চাইলেও তিনি সেখানে মৌন থাকছেন। নোট বাতিল ইস্যুতে তিনি যা কিছু বলছেন, সবই বলছেন সংসদের বাইরে। গতকাল প্রধানমন্ত্রী নোট বাতিল ইস্যুতে মুখ খুললেন। কিন্তু লোকসভা  বা রাজ্যসভায় নয়, সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। সেখানে তার ইঙ্গিত, বিরোধীরা প্রতিবাদ করছেন কারণ তারা নিজেদের কালো টাকা সাদা করে নিতে পারেননি। মোদির এই মন্তব্যের খবর পৌঁছতেই উত্তাল হয়েছে সংসদ। লোকসভা এবং রাজ্যসভায় তীব্র বিক্ষোভ শুরু করেছে সম্মিলিত বিরোধী পক্ষ। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন ঠিক কী বলেছেন? তিনি বলেছেন, ‘যারা নোট বাতিলের প্রতিবাদ করছেন, তাদের সমস্যা কিন্তু আসলে সরকারের প্রস্তুতি কতটা ছিল তা নিয়ে নয়। তারা আসলে নিজেরা প্রস্তুতি নেওয়ার সময় পাননি, সমস্যা সেখানেই।’ আচমকা ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর দেশজুড়ে নোট বিভ্রাট এবং খুচরার আকাল দেখা দিয়েছে, তার বিরুদ্ধেই প্রতিবাদ শুরু করেছে বিরোধী দলগুলো। সরকার আরও প্রস্তুতি নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করলে সাধারণ মানুষের, বিশেষত গ্রামীণ ভারতের এত হয়রানি হতো না, বলছেন বিরোধীরা। শুক্রবার সেই প্রসঙ্গেই বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রীর কটাক্ষ, সরকারের প্রস্তুতি কতটা ছিল বিরোধীরা আসলে তা নিয়ে ভাবিত নন। নিজেরা প্রস্তুতি নিতে পারেননি বলেই তারা এত ক্ষুব্ধ। সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের খবর সংসদে পৌঁছতেই উত্তাল হয়েছে সংসদ। বিরোধী পক্ষ দাবি তুলেছে প্রধানমন্ত্রীকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে। রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীরা কালো টাকাকে সমর্থন করছেন। বিরোধী পক্ষের বিরুদ্ধে যে কথা তিনি বলেছেন, তা অত্যন্ত গুরুতর। তাকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে।’ কংগ্রেসের সুরেই সরব হয়েছে অন্য সব বিরোধী দল, এমন কী বিজেপির শরিক শিবসেনাও। বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে সংসদে এসে ক্ষমা চাইতেই হবে। তাকে স্পষ্ট করে এও জানাতে হবে, কাদের কাছে কালো টাকা রয়েছে।’

সর্বশেষ খবর