শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অপরাজনীতি প্রতিরোধে গড়ব আলোকিত মানুষ

নিজস্ব প্রতিবেদক

অপরাজনীতি প্রতিরোধে গড়ব আলোকিত মানুষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মানুষ যখন ন্যায় ও আলোর পথে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী সমাজ ও দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার অপরাজনীতিতে মেতে উঠেছে। এ অবস্থা শুধু উন্নয়নশীল দেশগুলোতেই নয়, উন্নত দেশগুলোতেও বিরাজ করছে। তাই এ অপরাজনীতি প্রতিরোধে আমাদের আলোকিত মানুষ গড়ে তুলতে হবে। এজন্য  সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। গতকাল ঢাবির টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা শেষে সবাই দেশ-বিদেশে পেশাগত ও সামাজিক, যে দায়িত্বই পালন করছে— ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারপাশ আলোকিত করে আছেন, এমনটিই আমার বিশ্বাস। সবার সে দায়িত্ববোধ ও কর্তব্যনিষ্ঠা সমাজ, রাষ্ট্র ও বিশ্বকে সমৃদ্ধ করছে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি গর্বিত। এই সমাজের কিছু গোষ্ঠী অপরাজনীতিতে মেতে উঠেছে। এই অপরাজনীতি প্রতিরোধ করতে আলোকিত মানুষ গড়া আমাদের লক্ষ্য। আলোকিত মানুষ সব অপরাজনীতি বন্ধ করে দেবে।

সর্বশেষ খবর