সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ত্যাগ স্বীকার করলে মূল্যায়ন হবেই

--—ওবায়দুল কাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ত্যাগ স্বীকার করলে মূল্যায়ন হবেই

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের  নতুন সংযোজন হল সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুুল কাদের বলেছেন, রাজনীতিতে  ত্যাগ স্বীকার করলে একদিন না একদিন মূল্যায়ন হবেই। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, কমিটমেন্ট নিয়ে ধৈর্য ধরে রাজনীতিতে লেগে থাক, অবশ্যই একদিন মূল্যায়ন পাবে। রাজনীতি কর মূল্যায়নের জন্য নয়, আদর্শের জন্য। রাজনৈতিক আদর্শই তোমাদের মূল্যায়নের জায়গায় নিয়ে যাবে। গতকাল অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এ সম্মেলনে মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন, ছাত্রনেতাদের বলি, তোমাদের কাজ হোক ছাত্রলীগের সুনামের ধারা ফিরিয়ে আনা। তোমাদের এজেন্ডা হোক ছাত্রলীগকে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আকষর্ণীয় তোলা। তোমাদের শৃঙ্খলা, আচরণ, যোগ্যতা ও মেধা দিয়ে এ এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে হবে। ছাত্রলীগের নামে অপকর্মের হোতাদের শক্ত হাতে দমন করতে হবে। কোনো অপকর্ম, ইনডিসিপ্লিন সহ্য করা হবে না। ওবায়দুল কাদের আরও বলেন, রাজনীতিতে নেতাদের খুশি করার কোনো দরকার নেই। খুশি করতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের, দেশের সাধারণ মানুষদের। সবার মাঝে ছাত্রলীগের সুনাম, ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। যদি যোগ্য নেতা না হতে পার, তাহলে বড় নেতারা তোমাদের তাদের স্বার্থের জন্য ব্যবহার করবে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির জনক বঙ্গবন্ধু হলের বিদায়ী সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল। ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে মাহবুব-উল আলম হানিফ বলেন, ছাত্রলীগ এ দেশের সুশৃঙ্খল ছাত্র সংগঠন। শুধু লেখাপড়া করে সুশিক্ষিত হলেই চলবে না, মানবিক বোধগুলোও জাগ্রত রাখতে হবে এবং সেগুলোকে সমৃদ্ধ করতে হবে। ঢাবি হল সম্মেলনের প্রশংসা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হল সম্মেলন ও বিভিন্ন বিভাগে ছাত্রলীগের কমিটি প্রদান দেশকে জঙ্গিবাদমুক্ত করে সামনের দিকে এগিয়ে নিতে কার্যকরী ভূমিকা রাখবে। দারিদ্র্য, কুশিক্ষা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রলীগকে লড়াই করতে হবে।

সর্বশেষ খবর