শিরোনাম
সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগ পুরনো পরীক্ষিত স্বৈরাচার

--—মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ পুরনো পরীক্ষিত স্বৈরাচার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নব্য স্বৈরাচার নয়। তারা পুরনো ও পরীক্ষিত স্বৈরাচার। তিনি বলেন, আওয়ামী লীগ কতটা দানব হতে পারে তা তাদের ৭২-৭৫ সালের শাসনামলের দিকে তাকালেই বোঝা যায়। আজ যেখানেই সন্ত্রাস, হত্যা, টেন্ডারবাজি ও দখল, সেখানেই আওয়ামী লীগের উপস্থিতি। সুযোগ পেলেই এরা দানবে পরিণত হয়। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় গতকাল তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। ড্যাব নেতা ডা. সিরাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, অ্যাডভোকেট রফিক সিকদার, তথ্যবিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, খন্দকার লুত্ফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দাম্ভিকতা ও অহংকার  ছেড়ে সহনশীলতার পথে আসুন। ইসি গঠনে খালেদা জিয়ার প্রস্তাব বিবেচনায় নিয়ে আলোচনার উদ্যোগ নিন। রাষ্ট্রনায়কের মতো নেতৃত্ব দিন। এই দেশ কারও একার পৈতৃক সম্পত্তি নয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থেকে শুরু করে অনেক কিছুই নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছি না।’ মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপি যেখানে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গণতান্ত্রিক পদ্ধতি ও পরিবেশ চায়, আওয়ামী লীগ সেখানে সারাক্ষণ চেষ্টা করে বিএনপিকে কীভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়ানো যায়। ফলে দেশে আজ শান্তি নেই, স্বস্তি নেই। দেশের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে এই আওয়ামী সরকার। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘আজ সারা বিশ্বে ভূ-প্রাকৃতিক এবং ভূ-রাজনৈতিকভাবে অনেক পরিবর্তন এসেছে। তবে স্বৈরাচার, একনায়কতন্ত্র আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। চোখের সামনে লিবিয়ার গণতন্ত্রকামী মানুষকে হত্যা করা হচ্ছে। ইরাকের সভ্যতাকে ধ্বংস করা হয়েছে। সিরিয়ায় লাখ লাখ মানুষ মারা গেছে। লাখো মানুষ প্রাণভয়ে ভেলায় করে আজ সমুদ্র পাড়ি দিচ্ছে। মানবতা আজ পড়ে থাকছে সমুদ্রের তটভূমিতে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন শহীদ মিলন, শহীদ আসাদসহ অনেকে। কিন্তু তাদের সেই চেতনাকে আমরা ধরে রাখতে পারিনি।’ ইসি পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাব নিয়ে সরকারকে আবারও সংলাপে বসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে সংলাপে বসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করুন। সময় শেষ হয়ে যাওয়ার আগেই আসুন, আলোচনা করি।’ কিউবার সদ্য প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো শহীদ জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি সারা জীবন অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাকে আদালতে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু জনগণের মন থেকে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি। ইতিহাস তাকে ধারণ করেছে। তেমনি শহীদ জিয়ার নামও মুছে ফেলা যাবে না। বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে মহাসচিব বলেন, ‘এখন আমাদের পরীক্ষার সময়। শুধু নিজেদের নয়, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই সরকারকে সরাতে হবে। না হলে জাতি ধ্বংস হয়ে যাবে। একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এ সরকারকে আমরা সরাব ইনশা আল্লাহ।’

সর্বশেষ খবর