রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুনর্বাসন ছাড়া উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদ নয়

নিজস্ব প্রতিবেদক

পুনর্বাসন ছাড়া উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদ নয়

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উর্দুভাষীদের ক্যাম্প থেকে উচ্ছেদ করা যাবে না। তিনি বলেন, পুনর্বাসন ছাড়া ক্যাম্প থেকে তাদের উচ্ছেদ করা হলে উর্দুভাষীদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে দেশের সব মানুষকে নিয়ে আমরাও রাস্তায় নামব। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে উর্দুভাষী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘ক্যাম্প উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে ও উর্দুভাষীদের অবিলম্বে পুনর্বাসনের’ দাবিতে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। মানববন্ধনে ইউ এস পি ওয়াই আর এম সভাপতি মো. সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, ইউ এস পি ওয়াই আর এম-এর সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ-এর সভাপতি মোস্তাক আহমেদ, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, উর্দুভাষীরা সকলেই এদেশের নাগরিক। তাই দেশের সব নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার তাদের আছে। তাই তাদের আর বৈষম্য না করে অবিলম্বে মর্যাদাপূর্ণ পুনর্বাসন করুন। উর্দুভাষী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমরা এ দেশে জন্মেছি, এই দেশ আমাদের মাতৃভূমি, আমরা এ দেশকে ভালবাসি। এ দেশই আমাদের একমাত্র ঠিকানা। কিন্তু দুঃখের বিষয় আমরা এদেশের নাগরিক হলেও সব নাগরিক অধিকার থেকে বরাবরই বঞ্চিত থেকেছি।

সর্বশেষ খবর