রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএনপির প্রস্তাব পাশ কাটালে চলবে না

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রস্তাব পাশ কাটালে চলবে না

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তা বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটি পাশ কাটালে চলবে না।’ গত রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব এ কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও যুগ্ম-মহাসচিবদের সঙ্গে এ সময় বৈঠক করেন খালেদা জিয়া। এতে নারায়ণগঞ্জ নির্বাচনে দলের কৌশল নির্ধারণ, নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে গণভবনে বিকালের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বিএনপির ৫ জানুয়ারির নির্বাচন বর্জন, ভোটের সময় হামলা-ভাঙচুর, তার পরবর্তী বিভিন্ন সময়ে পেট্রলবোমা হামলা ও মানুষের প্রাণনাশের ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘যে কোনো প্রস্তাব দেওয়ার আগে তার (খালেদা জিয়া) তো জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল।

সর্বশেষ খবর