রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রামপাল থেকে সরে আসার সুযোগ নেই

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রামপাল থেকে সরে আসার সুযোগ নেই

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর প্রতিবেদনের জবাব দেওয়া হয়েছে। এ প্রতিবেদন প্রকল্পে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। দ্রুত রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। গতকাল সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের এক যুগ পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূতত্ত্ববিদ অধ্যাপক ড. বদরুল ইমাম, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ড. এম এম মোকাদ্দাস, ড. ফরহাদ হাওলাদার, ড. শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেট্রলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তনিমা তাসনীম রহমান। এর আগে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী যুগপূর্তি উৎসব শুরু হয়।

সর্বশেষ খবর