বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফুটপাথে গাড়ি তুলে দিয়ে দুজনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফুটপাথে ঘুমিয়ে থাকা ছিন্নমূল তিন নারীকে চাপা দিয়েছে নিয়ন্ত্রণহীন একটি প্রাইভেটকার। এতে দুজনের মৃত্যু এবং আহত হয়েছে একজন। সোমবার মধ্যরাতে হাইকোর্ট সংলগ্ন রাস্তায় চালক প্রাইভেটকারটির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন  অবস্থায় শাহেরা (৪০) ও হাসিনা (৩০) নামে দুই নারীর মৃত্যু হয়। আহত সাথিয়া চিকিৎসাধীন। ওই গাড়ির মালিক কেরানীগঞ্জের শ্যামল নামের এক ব্যক্তি। তিনি নারায়ণগঞ্জে কাপড়ের ব্যবসা করেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। শাহবাগ থানার এসআই দেবরাজ চক্রবর্তী জানিয়েছেন, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি ঘটনাস্থল থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। ওই গাড়িতে থাকা শাওন নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আর চালকসহ অন্যরা পালিয়ে গেছেন। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রাত ২টার দিকে বার কাউন্সিলের ফটকের কাছে কালো রঙের একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি ফুটপাথে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষকে চাপা দিয়ে পাশের গ্রিল ভেঙে হাইকোর্ট এলাকার সীমানায় ঢুকে যায়।

সর্বশেষ খবর