বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিভিন্ন দেশে উগ্রতা রয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দেশে উগ্রতা রয়েছে

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশে একটা উগ্রতার ভাব দেখা যাচ্ছে। এটা কীভাবে অতিক্রম করা যায় তা চিন্তা করতে হবে। তিনি বলেন, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেই উগ্রতা রয়েছে। যেমন পাকিস্তানে, সেখানে ধর্মান্ধতা, উগ্রবাদ আমাদের থেকে বেশি। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী পরিষদ-২০১৬ আয়োজিত ‘বিজয়া সম্মিলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, আফগানিস্তানে যেসব এলাকা তালেবানদের দখলে, সেখানে তারা সমাজ-সংস্কৃতি ধ্বংস করে। ইরাকে, সিরিয়াতে একই অবস্থা। ইসরায়েলেও এ অবস্থা। এটা আমার মনে হয় প্রায় পৃথিবীব্যাপী। এ উগ্রতা পৃথিবীর এক প্রান্তে হলে ক্রমে অন্য অঞ্চলে সংক্রমিত হয়। তাই আমাদের সজাগ থাকতে হবে এটা প্রতিহত করার জন্য। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আমি শুধু ব্রাহ্মণবাড়িয়ার কথা বলব না। এটা তো (ব্রাহ্মণবাড়িয়া) ধর্মের বিষয়। কিন্তু কয়েকটা সাঁওতাল পরিবার (গাইবান্ধার), সেটা তো ধর্মের বিষয় ছিল না। কেন তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হলো? প্রধান বিচারপতি বলেন, আজকে যে অশান্তির বীজ বপন করা হচ্ছে, তা এখনই যদি তা দূর না করা হয়, তাহলে এটা মাথাচাড়া দিয়ে উঠবে। প্রকট আকার ধারণ করবে। আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ ও সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

সর্বশেষ খবর