বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নারী নির্যাতন এখন খুব সহজ

নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতন এখন খুব সহজ

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, দেশে নারী নির্যাতন খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন দেশে নারী নির্যাতন হতে পারে না। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল নারী-পুরুষের সমমর্যাদা অর্জন করা। তিনি বলেন, নারী নির্যাতনমুক্ত দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল শিশু একাডেমিতে ‘সমমর্যাদায় যৌথ জীবন’ স্লোগানে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় মর্যাদাভিত্তিক পরিবার গড়ে তোলার আহ্বানে আয়োজিত এক মেলায় এসব কথা বলেন তিনি। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ নামে একটি সংস্থা এ মেলার আয়োজন করে।  মেলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের স্টলে দেওয়া তথ্য থেকে জানা যায়, ২০১১ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছয় বছরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই হাজার ৯০টি মামলা হয়েছে। এগুলোর মধ্যে মাত্র ৭২৯টির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মোট মামলার প্রায় ৬৫ শতাংশের তদন্ত প্রতিবেদন এখনো অসম্পূর্ণ আছে।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ফার্স্ট সেক্রেটারি অ্যানি ভেস্টজিন্স, ডেপুটি পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন, সরকারি দলের এমপি সফুরা বেগম রুমি, হাজেরা সুলতানা, কাজী রোজী প্রমুখ।

সর্বশেষ খবর