বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপিএল ফাইনালে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

প্রত্যাশিতভাবেই বিপিএলের ফাইনালে উঠে গেল ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ফেবারিট চিটাগং ভাইকিংসকে বিদায় নিতে হয়েছে। গতকাল তারা হেরে যায় রাজশাহী  কিংসের কাছে। ঢাকাকে শোচনীয়ভাবে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল খুলনা টাইটানস। অথচ কাল ফাইনালে ওঠার লড়াইয়ে দাঁড়াতেই পারল না। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা যে বড় স্কোর সংগ্রহ করেছিল তাও বলা যাবে না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও আন্দ্রে রাসেল ৪৬, ব্রাভোর ২৩ রানের সুবাদে এ টার্গেট ছুড়ে দিয়েছিল ঢাকা। জুনায়েদ খান ২৬ রানে ৪, ফ্লেচার ২২ রানে ২ উইকেট পান।

১৪১ রান জয়ের জন্য টি-২০ ম্যাচে বড় কোনো টার্গেট নয়। উদ্বোধনী জুটিতে খুলনার ৩৪ রান উঠে এলে মনে হচ্ছিল তারা সহজভাবে জিতে যাবে। ফ্লেচার সাজঘরে ফিরে যাওয়ার পরই খুলনার ব্যাটিং লাইনে ধস নামে। ১৬.২ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় তারা। ফ্লেচার ২৮, আরিফুল ১৪ ছাড়া বাকিরা কেউ ২ অঙ্কের ঘরে যেতে পারেননি। ব্রাভো ১০ ও আন্দ্রে রাসেল ১৬ রানে ৩ উইকেট পান। বিপিএলের বাইলজ অনুযায়ী লিগের শীর্ষে থাকা দুই দলের কেউ শেষ চারে হেরে গেলে ফাইনালের আশা শেষ হবে না। তাই খুলনা আজ গতকালের প্রথম ম্যাচ বিজয়ী রাজশাহীর বিপক্ষে খেলবে। যারা জিতবে তারাই ৯ ডিসেম্বর ফাইনালে ঢাকার প্রতিপক্ষ হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর