শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
আসছে ৫ জানুয়ারি

দেশে কালো পতাকা বিক্ষোভ মিছিল হবেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক

‘রাজপথে নামতে দেওয়া হবে না’—আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের দেওয়া হুমকির পরিপ্রেক্ষিতে আগামী ৫ জানুয়ারি সারা দেশে ‘কালো পতাকা মিছিল’ করবে বলে পাল্টা ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের   বক্তব্যের জবাবে গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের এই অবস্থানের কথা জানান। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা ৫ জানুয়ারি সারা দেশে মহানগর-জেলায় কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণের  যে কর্মসূচি  ঘোষণা করেছি,  সেটা হবেই। আমাদের  জেলা  নেতারা  সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ জানুয়ারি সমাবেশও হবে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘রাজপথে নামতে দেওয়া হবে না—এটাই তো গণতন্ত্র হত্যার একটা দৃষ্টান্ত। গণতন্ত্র মানেই তো সমাবেশ, গণতন্ত্র মানেই তো মিছিল। যারা অগণতান্ত্রিক শক্তি, যারা ভীত-সন্ত্রস্ত, তারা লোক দেখলে, ভিড় দেখলে, জনগণের মিছিল দেখলে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে ও ভয় পেয়ে ওঠে। তখন তাদের যে বাহিনী তারা তৈরি করে, সেই বাহিনী দিয়ে চড়াও হয়। তার এই বক্তব্যের মধ্য দিয়ে (ক্ষমতাসীন দল) প্রমাণ করে দিল, তারা গণতন্ত্র হত্যাকারী এবং তারা গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে।’ ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণার জবাবে রিজভী বলেন, ‘খুব ভালো কথা। রং-তামাশার এই দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নেই। সবকিছু উল্টো যাচ্ছে।’

সর্বশেষ খবর