শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অগণতান্ত্রিক দেশে বাস করছি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অগণতান্ত্রিক দেশে বাস করছি : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা একটা অগণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি। যেখানে সত্যি কথা বলার সুযোগ নেই। সভা-সমাবেশ বা মিছিল করার অধিকার নেই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন শুরু করা হয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

গতকাল দুপুরে রংপুরের স্থানীয় পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ঢাকা থেকে বিমানে সৈয়দপুর হয়ে রংপুরে যান তিনি। এরপর তিনি রংপুর বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মির্জা ফখরুল চলে যান নিজ জেলা ঠাকুরগাঁওয়ে। সেখানে আজ পৌরসভা ও সদর থানার সম্মেলনে যোগ দেবেন তিনি। আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। বর্তমান সরকারকে গণতন্ত্র হত্যাকারী আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘৫ জানুয়ারির অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বৈধ নয়। এই সংসদের কাছে নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের দাবিও জানানো হয়নি। আগে যেহেতু আইনটি হয়নি। এ মুহূর্তে আইন প্রণয়নের সুযোগ নেই। রাষ্ট্রপতিকে আমরা বলেছি, নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘২০০৮ সালে ক্ষমতায় আসার পর বিরোধী দল যাতে রাজনীতি করতে না পারে সে জন্য পরিকল্পিতভাবে সংবিধান পরিবর্তন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার। তাদের আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবই একদলীয় নির্বাচন হয়েছে। আমরা বিশ্বাস করি নির্বাচনই হলো গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সে কারণে আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি। জাতি দেখেছে সে নির্বাচনে কীভাবে বিএনপির প্রার্থীদের পরাজিত করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আমরা জেলা পরিষদ নির্বাচনে অংশ নেইনি।’ বিএনপির এই নেতা বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি সরকার একটি তামাশার নির্বাচন করেছে। সে তামাশায় বিরোধী দল যোগ দেয়নি। সে নির্বাচনের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে হত্যা করা হয়েছে। তাই এই দিনটিকে আমরা সব সময় গণতন্ত্র হত্যা দিবস বলেই মনে করি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সুকৌশলে এ দেশে বিরোধী দল যাতে রাজনীতি করতে না পারে, তার ব্যবস্থা করেছে।’

সর্বশেষ খবর