শিরোনাম
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আইন হচ্ছে কোচিং বাণিজ্য বন্ধে

আইন হচ্ছে কোচিং বাণিজ্য বন্ধে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইন করে শিক্ষকদের কোচিং বাণিজ্য ও নোট-গাইড বই বন্ধ করা হবে। ক্লাসে না পড়িয়ে কোচিংয়ে পড়াবেন, এমনটি মেনে নেওয়া হবে না। গতকাল রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধার চেক হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাহিদ আরও বলেন, বাচ্চাদের রেজাল্ট হলেই কিছু বুদ্ধিজীবী টিভি টকশোয় গিয়ে বলেন, শিক্ষার মান নাকি কমে গেছে। এতে বাচ্চাদের মনোবল কমছে। যাদের ছেলেমেয়েরা দেশের বাইরে পড়ালেখা করে, তারা জেএসসি, প্রাথমিক সমাপনী পরীক্ষার বিরুদ্ধে কথা বলেন। শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও ট্রাস্টের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এবং শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী অনুষ্ঠানে বক্তব্য দেন।

সর্বশেষ খবর