বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায়

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিশেষ দূত হিসেবে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ চ থিন। গতকাল বিকালে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ইয়াঙ্গুন থেকে ঢাকায় এসেছেন তিনি। মিয়ানমারের এই প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ  কর্মকর্তা জানিয়েছেন। এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের ঘটনা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করে ঢাকা।

গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ৯ সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোয় সেনা অভিযান শুরু হয়। এরপর বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা বেড়ে যায়। ওই দিন থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য। সর্বশেষ গত ২৯ ডিসেম্বর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মায়ো মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে উদ্যোগী হওয়ার তাগাদা দেওয়া হয়। আগামী ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় আয়োজিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি বাংলাদেশের তোলার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর