বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

৫ জানুয়ারির মতো নির্বাচন চাই না

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারির মতো নির্বাচন চাই না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ৫ জানুয়ারির মতো একতরফা প্রহসনের নির্বাচন দেশবাসী আর চায় না। আগামীতে যাতে এ ধরনের নির্বাচনের পুনরাবৃত্তি না ঘটে সে ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাই। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী আন্দোলনের সংলাপ শেষে গতকাল  সংগঠনের পল্টনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পীর চরমোনাই বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে যে সংকট সৃষ্টি হয়েছে, সে সংকট সমাধানে জাতির অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির গঠনমূলক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে ইসলামী আন্দোলন রাষ্ট্রপতির কাছে যেসব প্রস্তাবনা পেশ করেছে তার মধ্যে রয়েছে— নিবন্ধিত সব দলের সঙ্গে পরামর্শ করা। পেশি শক্তি, কালো টাকা, দলীয় প্রভাবমুক্ত ও স্বচ্ছ নির্বাচন পদ্ধতির নিমিত্তে একটি আইনি কাঠামো প্রণয়ন করা। পরীক্ষিত প্রশাসনিক দক্ষতা, সততা, ন্যায়পরায়ণতা ও নীতির প্রশ্নে আপসহীন, নিরপেক্ষতাসহ জবাবদিহিতায় যারা মহান আল্লাহ তায়ালা, দেশের জনগণ ও নিজের বিবেকের কাছে দায়বদ্ধ এমন আইনানুগ জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের মধ্য হতে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত, স্বাধীন এবং শক্তিশালী করা। নির্বাচনে কোনো অনিয়ম হলে কিংবা সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে এবং নির্বাচনকালীন পক্ষপাতদুষ্ট প্রমাণিত হলে নির্বাচন কমিশনকে জবাবদিহিতার জন্য আইনি কাঠামো প্রণয়ন করা। অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দান না করা। নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় গঠন করা। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, হাফেজ মাওলানা এ টি এম হেমায়েত উদ্দীন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আবদুল কাদের, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম ও মাওলানা আহমাদ আঙ্গুল কাইয়ুম।

সর্বশেষ খবর