সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শপথের দিন বিরোধীদের প্রতিবাদ

প্রতিদিন ডেস্ক

শপথের দিন বিরোধীদের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের ডেমোক্রেট দলীয় কমপক্ষে ১৮ জন আইন প্রণেতা। দেশটির গত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি প্রকাশ্যে আসা এবং ডেমোক্রেট দলীয় সিভিল রাইটস বিশেষজ্ঞ জন লুইকে নিয়ে ট্রাম্পের সমালোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। একই সঙ্গে ২০ জানুয়ারি ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিন শপথস্থলের বাইরে ট্রাম্পবিরোধীরা ওয়াশিংটন ডিসি এবং নিজ নিজ এলাকায় প্রতিবাদ সমাবেশ করবেন বলেও জানা গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে একথা জানায়। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর থেকেই অভিযোগ ওঠে নির্বাচনে তার জয়ের পেছনে রাশিয়ার হাত রয়েছে। ডেমোক্রেট দলের নির্বাচনী প্রচারাভিযানের সময় দলটির ইমেইল হ্যাক নির্বাচনে প্রভাব ফেলে রাশিয়া। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে রুশ হ্যাকিংয়ের পক্ষে জোরালো তথ্য-প্রমাণ দিয়ে একটি প্রতিবেদনও দিয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ট্রাম্পকেও প্রতিবেদনের কপি দেওয়া হয়েছে। নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে এসব তত্পরতার পরিপ্রেক্ষিতেই জন লুই স্থানীয় এক নিউজ চ্যানেলকে সম্প্রতি জানান, তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের বৈধ প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করেন না। তাই তার শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তিনি। ১৯৮৭ সালের পর থেকে কংগ্রেসে প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তার জন্য এ ঘটনা এটাই প্রথম। শুধু ট্রাম্পের সমালোচনা নয়, বরং যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনেটর জেফ সেসন্সকে মনোনয়ন দেওয়ায় গত সপ্তাহে এক শুনানিতে তার বিরোধিতাও করেন জন লুই। ট্রাম্প বৈধ প্রেসিডেন্ট নন এবং জেফ সেসন্সের মনোনয়নের বিরোধিতা করায় জন লুইয়ের ওপর ক্ষিপ্ত হন হবু প্রেসিডেন্ট। ‘অকর্মণ্য’ আখ্যা দিয়ে ও রুশ হ্যাকিং নিয়ে অভিযোগ না তুলে বরং নিজের এলাকার সমস্যা সমাধানের ওপর নজর দেওয়ার জন্য জন লুইয়ের প্রতি আহ্বান জানান ট্রাম্প। ট্রাম্পের শপথ অনুষ্ঠান বর্জনকারী আইন প্রণেতাদের মধ্যে আছেন ক্যালিফোর্নিয়ার মার্ক টেকানো, বারবারা লি ও মার্ক দেসলনিয়ের, অ্যারিজোনার রাউল গ্রিজালভা, মিশিগানের জন কনিয়ের্স, নিউইয়র্কের ইভেট ক্লার্ক ও নিদিয়া ভেলাজকেজ, মিসৌরির উইলিয়াম লেসি ক্লে, ওরেগনের ইয়ার্ল ব্লুমেনয়ের এবং ম্যাসাচুসেটসের ক্যাথেরিন ক্লার্ক। এদের  কেউ কেউ টুইট করে, কেউ নিজ নিজ দফতর থেকে বিবৃতি দিয়ে আবার কেউবা মুখপাত্রের মাধ্যমে ট্রাম্পের শপথ অনুষ্ঠান বর্জনের কথা জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

 

সর্বশেষ খবর