মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জামিন হলেও মুক্তি মিলছে না সাংবাদিক নাজমুল হুদার

আদালত প্রতিবেদক

জামিন হলেও মুক্তি মিলছে না সাংবাদিক নাজমুল হুদার

ঢাকার আশুলিয়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা। ঢাকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম গতকাল জামিনের এ আদেশ দেন। কিন্তু ঢাকার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে প্যান্ট চুরির মামলাসহ আরও পাঁচটি মামলা রয়েছে। গত বছর করা এসব মামলায় একের পর এক গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে আশুলিয়া থানা পুলিশ। অতি উৎসাহী তিন পুলিশ কর্মকর্তা সাংবাদিক নাজমুলের   বিরুদ্ধে এসব হয়রানিমূলক মামলা করেন। এটা সরকার ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র বলে অভিজ্ঞ মহলের অভিমত।

এর আগে গতকাল জামিন শুনানিতে নাজমুল হুদার আইনজীবী তুহিন হাওলাদার আদালতকে বলেন, ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ঘটনায় মামলা করার কথা শিল্পাঞ্চল পুলিশের। কিন্তু তা না করে মামলা করেছে আশুলিয়া থানা পুলিশ। তাই এই মামলার পেছনে আশুলিয়া থানা পুলিশের আলাদা উদ্দেশ্য রয়েছে। তা ছাড়া ঘটনা ২০ তারিখের হলেও মামলা করা হয় ২৪ তারিখ। এজাহারে এই বিলম্বের বিষয়ে কোনো বক্তব্য উল্লেখ নেই। এ ছাড়া অনলাইনের কোন ঠিকানায় সাংবাদিক নাজমুল হুদা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অপরাধ করেছেন, সেই ঠিকানা এজাহারে উল্লেখ করেনি। অথচ এ মামলায় বিনা বিচারে সাংবাদিক নাজমুল এক মাস কারাগারে। শুনানিতে তুহিন হাওলাদার আরও বলেন, ‘মাননীয় আদালত, এসব বিবেচনায় সাংবাদিক নাজমুল হুদাকে জামিনে মুক্তি দিলে তিনি নিয়মিত আদালতের আদেশ মোতাবেক হাজিরা দেবেন এবং জামিনের শর্ত ভঙ্গ করবেন না।’ শুনানি শেষে আদালত এক লাখ টাকার মুচলেকায় সাংবাদিক নাজমুলকে জামিন দেন।

সর্বশেষ খবর