বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

বিদায়ের আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারি বিদায়ের আগে তারা সাক্ষাতের সময় চেয়েছেন। জানা গেছে, ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ও ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সুবিধাজনক যে কোনো সময়ে সাক্ষাৎ চেয়ে ইতিমধ্যে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছে ইসি। তবে এখনো বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাক্ষাতের সময় জানানো হয়নি বলে জানিয়েছে ইসি সচিবালয়। কর্মকর্তারা বলেন, বিদায়ের আগে বর্তমান কমিশনের এটা হবে সৌজন্য সাক্ষাৎ। সময়সূচি চূড়ান্ত হলে সিইসি ও নির্বাচন কমিশনাররা সাক্ষাতে যাবেন। আগামী ৮ ফেব্রুয়ারি সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও তিন নির্বাচন কমিশনার এবং ১৪ ফেব্রুয়ারি আরেক নির্বাচন কমিশনারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কমিশন সাক্ষাতের সময় নিজেদের গত পাঁচ বছরের কর্মকাণ্ডের অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি নতুন কমিশনের জন্য নিজেদের যদি কোনো সুপারিশ থাকে তা নিয়েও আলোচনা করতে পারেন।

সর্বশেষ খবর