বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশনের প্রত্যাশা

নিজামুল হক বিপুল

গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশনের প্রত্যাশা

মুহাম্মদ ছহুল হোসাইন

নবগঠিত সার্চ কমিটির কাছে সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। গত রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি বলেন, তারা নিরপেক্ষ, নির্দলীয়, দক্ষ এবং নির্বাচন পরিচালনায় যোগ্য লোকদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করবেন। যে কমিশন হবে সব বিতর্কের ঊর্ধ্বে। রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ মানুষ-সবার মধ্যে যাদের গ্রহণযোগ্যতা থাকবে। সরকার নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে গত রাতে যে ‘সার্চ কমিটি’ গঠন করেছে সেই কমিটির কাছে এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সাবেক এই নির্বাচন কমিশনার। ছহুল হোসাইন বলেন, সার্চ কমিটি যাদের নিয়ে গঠন করা হয়েছে তারা সবাই সমাজের সবচেয়ে নামকরা সম্মানিত ব্যক্তি। নিজ নিজ ক্ষেত্রে সবাই বিখ্যাত এবং ভালো মানুষ হিসেবে পরিচিত। প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে, তারা সবাই বিতর্কের ঊর্ধ্বে। আমি মনে করি, তারা যদি সঠিকভাবে নিরপেক্ষ মানুষ বের করতে পারেন তাহলে খুব ভালো একটা নির্বাচন কমিশন গঠন করতে পারবেন। এ জন্য তাদের সবার সদিচ্ছা এবং আন্তরিকতা জরুরি। তিনি বলেন, সার্চ কমিটির সদস্যদের কাজের ওপরই সবকিছু নির্ভর করবে। তারা নিরপেক্ষ থাকলে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন কোনো কঠিন কাজ হবে না। তবে সাবেক এই নির্বাচন কমিশনার মনে করেন, নির্বাচন কমিশন গঠনে যে ‘সার্চ কমিটি’ সরকার করেছে সে সম্পর্কে দেশের অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী? তারা এটিকে কীভাবে নিচ্ছে- সেটাও দেখার বিষয়। এ জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে বলে মনে করেন তিনি। তারপরও ছহুল হোসাইন মনে করেন, যেসব সম্মানিত ব্যক্তিকে সার্চ কমিটির সদস্য করা হয়েছে তাদের যোগ্যতার কোনো ঘাটতি নেই। তারা ভালো একটি নির্বাচন কমিশন গঠনে নিজেদের দক্ষতার ছাপ রাখতে পারবেন। ছহুল হোসাইন এ কমিটির কাছে আবেদন জানিয়ে বলেন, কমিটি নিরপেক্ষ, নির্দলীয়, যোগ্য, দক্ষ এবং সর্বোপরি বিতর্কের ঊর্ধ্বে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন। যাদের কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো আনুগত্য বা দুর্বলতা থাকবে না।

সর্বশেষ খবর