বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নারী পুলিশ আইজি চাই

নিজস্ব প্রতিবেদক

নারী পুলিশ আইজি চাই

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই তুলনায় বাংলাদেশ পুলিশে নারীর সংখ্যা খুবই অপ্রতুল। পুলিশে নারীর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেন,  পুলিশের আইজি হিসেবেও একজন নারীকে দেখতে চাই। তিনি গতকাল সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ  নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হকের স্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শামসুন নাহারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রীর সহধর্মিণী বেগম লুত্ফুল তাহমিনা খাঁন। সমাবেশে পুলিশে কর্মরত সদস্যদের প্রায় শতাধিক ছেলে-মেয়েকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সমাবেশ শেষে পুনাকের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর