বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বর্ণবাদী মন্তব্যের শিকার প্রিয়াঙ্কা

প্রতিদিন ডেস্ক

বর্ণবাদী মন্তব্যের শিকার প্রিয়াঙ্কা

২০১৫ সালে দক্ষিণ ভারতে নারীদের গায়ের রং নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলেছিলেন ভারতের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নেতা শারদ যাদব। এবারও তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করেছেন। খবর ইন্ডিয়া টুডের। ভারতীয় রাজনীতিবিদ ও বিখ্যাত নেহেরু গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে গতকাল শারদ বলেছেন, ‘তার চেয়ে সুন্দরী নারী আছেন... বিজেপিতেই তার চেয়ে সুন্দরী নারী আছে। প্রিয়াঙ্কা গান্ধীকে যতটা সুন্দরী বলা হয় তিনি আসলে ততটা নন। আমাদের স্মৃতি ইরানি আছেন। যেখানেই যান ভিড় লেগে যায়। প্রিয়াঙ্কার  চেয়ে তিনি অনেক ভালো ভাষণ দিতে পারেন।’ এর আগের দিন বিকালেও এই রাজনীতিবিদ বলেছিলেন, ‘ব্যালট পেপারের গুরুত্ব সম্পর্কে মানুষকে বোঝানো খুবই জরুরি। মেয়ের ইজ্জতের চেয়ে ভোটের ইজ্জত বড়। মেয়ের ইজ্জত গেলে গ্রাম-মহল্লার বদনাম হয়। কিন্তু ভোট একবার বিক্রি হয়ে গেলে দেশের ইজ্জত চলে যায়।’

সর্বশেষ খবর