বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নতুন কমিশনাররা যা বললেন

নিজস্ব প্রতিবেদক

নতুন কমিশনাররা যা বললেন

সাংবিধানিক দায়িত্ব সততা, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে পালনের মাধ?্যমে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে সবার সহযোগিতা চেয়েছেন নতুন নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতি গঠিত নির্বাচন কমিশনে কমিশনারদের মধে?্য সাহিত্যিক, আমলা, সেনা কর্মকর্তা ও বিচারক রয়েছেন। এই প্রথম একজন নারীও বসবেন কমিশনে। এই কমিশনের প্রধান (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। সিইসিসহ পাঁচজনের এ কমিশন সোমবারই গঠিত হলো। নিয়োগ পাওয়ার পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। দায়িত্ব পালনে কামনা করেছেন সবার সহযোগিতা। নতুন কমিশনার মাহবুব তালুকদার প্রতিক্রিয়ায় বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘সাংবিধানিক পদে এটা অত্যন্ত কঠিন দায়িত্ব। নিরপেক্ষতা, সততা, দক্ষতা ও বিবেকবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করব। দায়িত্ব নেওয়ার পর অন্য সহকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করব, কথা বলব।’ নতুন কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতি যে আস্থা নিয়ে আমাকে নিয়োগ দিয়েছেন, সাংবিধানিক এ দায়িত্ব আমি নিরপেক্ষভাবে পালন করব। দেশবাসীর আস্থা যেন আমি রাখতে পারি, সেজন্য সবার দোয়া চাই।’ ২০০৮ সালে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব ছিলেন রফিকুল। সর্বশেষ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। ১৯৮২ ব্যাচের এই কর্মকর্তা ২০১৩ সালে অবসরে যান। নতুন কমিশনে একমাত্র নারী কবিতা খানম গণমাধ্যমকে বলেন, ‘আমি ৩১ বছর বিচারিক দায়িত্ব পালন করেছি, আমার অভিজ্ঞতা কাজে লাগাব। সাংবিধানিক এ দায়িত্ব পালনে সংবিধান ও আইন সমুন্নত রেখেই কাজ করব।’ নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথম নারী হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত কবিতা খানম। বলেন, ‘এটাই প্রথম, এটা ইতিহাস। এর অংশ হতে পেরে খুব ভালো লাগছে।’ ২০১৩ সালে অবসরে যাওয়া জেলা জজ কবিতার নামটি সার্চ কমিটিতে প্রস্তাব করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। নওগাঁয় বাড়ি কবিতা খানমের। তার স্বামীও বিচারক ছিলেন, তিনি ২০১১ সালে মারা যান। নতুন ইসি সাবেক সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘অর্পিত দায়িত্ব পালন করতে সবার সহযোগিতা চাই। নির্বাচন কমিশনের এ কাজটি একার নয়, একটা টিমের। মানুষের আস্থা পূরণে এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যেন পূরণ করতে পারি, সেভাবেই কাজ করব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর