শিরোনাম
বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইসিকে স্বাগত জানাল জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে গঠিত নতুন নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন ইসিকে স্বাগত জানান পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, রাষ্ট্রপতি ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন। এই কমিশন গ্রহণযোগ্য। তাদের সম্পর্কে নেতিবাচক বলার সুযোগ নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কাজী মামুনুর রশীদ প্রমুখ। জি এম কাদের আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে নতুন কমিশনের অধীনে বেশ কিছু স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দেশবাসী নতুন কমিশন সম্পর্কে ধারণা পাবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে এমনটাই দেশবাসীর প্রত্যাশা। রুহুল আমিন হাওলাদার বলেন, কে এম নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা। তার অতীত রেকর্ড খুবই ভালো। অতীতে তিনি নিরপেক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করেছেন। আশা করছি এবারও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সার্চ কমিটিতে দেওয়া জাপার নামের তালিকা থেকে কেউ নতুন ইসিতে আছেন কিনা—জানতে চাইলে বলেন, এটি অতীত। কে কোন দলের প্রস্তাব থেকে এসেছেন সেটি বড় বিষয় নয়। নতুন ইসি সামনে জাতিকে একটি সুন্দর সাধারণ নির্বাচন উপহার দেবে— সেটাই প্রত্যাশা।

সর্বশেষ খবর