রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাগর-রুনি হত্যার বিচার না হওয়া ব্যর্থতা

কুষ্টিয়া প্রতিনিধি

সাগর-রুনি হত্যার বিচার না হওয়া ব্যর্থতা

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির নির্মম হত্যাকাণ্ডের সুরাহা না হওয়া এবং এখনো প্রকৃত দোষীদের বিচারে সোপর্দ না করতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি, এটি একটি ব্যর্থতা। তবে এই ব্যর্থতা কাটিয়ে প্রকৃত দোষীদের বিচারের সম্মুখীন করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি গতকাল সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তথ্যমন্ত্রী বিএনপি সম্পর্কে আরও বলেন, নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করে বিএনপি গণতন্ত্র ও নির্বাচনকে তালাক দেওয়ার পুরনো চক্রান্তের রাজনীতি আবার শুরু করছে। যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না।। তিনি বলেন, নির্বাচন কমিশন প্রত্যাখ্যান একটি চক্রান্ত। এটি তাদের উসিলা মাত্র। কার্যত বাংলাদেশকে নির্বাচন ও গণতন্ত্রের বাইরে ঠেলে দেওয়ার এটি একটি অপচেষ্টা। মন্ত্রী আরও বলেন, বিএনপি সংবিধান, আইন-আদালত, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ মানে না। সে কারণে দলটি গণতন্ত্রে থাকার অনুপযুক্ত হয়ে পড়ছে।  এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনসহ জাসদের স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী মিরপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রম অনুষ্ঠানে যোগ দেন।

 

সর্বশেষ খবর