বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভোটের রাজনীতিতে দেশ গুরুত্ব পায় না

----------খালেকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভোটের রাজনীতিতে দেশ গুরুত্ব পায় না

জোট- মহাজোটের ভোটের রাজনীতির কাছে দেশ, নদী ও পরিবেশ গুরুত্ব পায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। পানির ন্যায্য হিস্যার দাবিতে নীলফামারীতে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চের আগে গতকাল বগুড়ায় এক সমাবেশে তিনি এ কথা বলেন। খালেকুজ্জামান বলেন, ‘শুধু তিস্তা নয়, ভারত থেকে আসা ৫৪টি অভিন্ন নদীতে ভারত একতরফা বাঁধ দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। তিনি বলেন, জোট-মহাজোটের ভোটের রাজনীতির কাছে দেশ, জনগণ, নদী ও প্রকৃতি-পরিবেশ কোনো কিছুই গুরুত্ব পাচ্ছে না। তিনি একতরফা পানি প্রত্যাহারের পর সরকারের ‘নতজানু নীতির’ প্রতিবাদ করে তিস্তাসহ সব নদীতে পানির ন্যায্য হিস্যার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান। সমাবেশে জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, জাহিদুল ইসলাম মিলু প্রমুখ বক্তব্য রাখেন। পরে শহরের জিরো পয়েন্ট থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ শুরু করেন দলটি নেতা-কর্মীরা। রোডমার্চ সম্পর্কে সাইফুল ইসলাম পল্টু জানান, বগুড়া থেকে শুরু হওয়া দুই দিনের রোডমার্চ মহাস্থানগড়, মোকামতলা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, পীরগঞ্জ, মিঠাপুকুর ও শঠিবাড়ীতে সমাবেশ করে রংপুরে শিমুলবাগ কমিউনিটি সেন্টারে রাত্রিযাপন করবে। আজ সকাল ১০টায় রংপুর প্রেস ক্লাব, মেডিকেল মোড়, পাগলার পীর, তারাগঞ্জ, কিশোরগঞ্জ, জলঢাকা ও তিস্তা ব্যারেজে সমাবেশ করবে। ওইদিন সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর