সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উন্নয়নে অন্য দেশের সহায়তা প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নে অন্য দেশের সহায়তা প্রয়োজন নেই

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাংলাদেশের উন্নয়নে অন্য কোনো দেশের সহায়তার প্রয়োজন নেই। এখন নিজেদের অর্থায়নে সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতর মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জীববৈচিত্র্য বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক   মো. রইছ আলম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল করিম, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাসুম রব্বানী, বিআরটিএ পরিচালক নাজমুল আহসান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পরিবেশ উন্নয়নে আমরা বিদেশি সহায়তা নিচ্ছি না। আমরা নিজেদের অর্থায়নে কাজ করার চেষ্টা করছি। বড় কিছু পাওয়ার জন্য জোরালো পদক্ষেপ নিয়েছি। পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশ একটি ফান্ড গঠন করেছে। চুক্তি অনুযায়ী সেই ফান্ডে প্রতিবছর একশ বিলিয়ন ডলার পাওয়ার কথা। কিন্তু সেটা এখন ঠিকমতো আসছে না। তিনি বলেন, পরিবেশ আমাদের রক্ষা করতেই হবে। বিদেশিদের দিকে তাকিয়ে থাকলে কখনো তা সম্ভব হবে না। তাই বাংলাদেশ নিজের অর্থায়নের মাধ্যমে দেশের পরিবেশ উন্নয়ন করে চলছে। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় সচেতন। সরকার পরিবেশের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বিদেশিদের কাছ থেকে ঋণের অপেক্ষায় থাকিনি আমরা। তা আমাদের আর প্রয়োজনও নেই।

সর্বশেষ খবর