মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অক্ষুণ্ন রাখতে হবে ভাষার মর্যাদা

নিজস্ব প্রতিবেদক

অক্ষুণ্ন রাখতে হবে ভাষার মর্যাদা

জামিলুর রেজা চৌধুরী

একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ন রাখতে হলে এর সঠিক চর্চা অব্যাহত রাখতে হবে। তাহলেই যাদের রক্তের বিনিময়ে বাংলাকে আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার যেই ইতিহাস তা তরুণ প্রজন্মসহ সবার জানা জরুরি। গতকাল মহান ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে ‘উচ্চ আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী, এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী (অব.), ডিবেট ফর ডেমোক্রেসির সিনিয়ার কো-অর্ডিনেটর সাবরিনা মিলি, বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক হাফিজ উদ্দিন মুন্না প্রমুখ।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘রাষ্ট্রভাষার মর্যাদা রাখতে আমাদের বাংলা ভাষা চর্চা করতে হবে। বাংলা ভাষার সঠিক চর্চার মাধ্যমেই ভাষাশহীদদের প্রতি মর্যাদা অক্ষুণ্ন রাখা সম্ভব। যারা ভাষার জন্য রুখে দাঁড়িয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের সেই ভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে।’ তিনি বলেন, ‘প্রথম শহীদ মিনার তৈরির নেতৃত্বদানকারী শহীদ বদরুল আলম আজ আমাদের মাঝে না থাকলেও বাংলাদেশর বিভিন্ন স্থানসহ সারা পৃথিবীতে আমরা অসংখ্য শহীদ মিনার দেখতে পাচ্ছি। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সেই ইতিহাস জানা জরুরি, যাদের মাধ্যমে আমরা রাষ্ট্রভাষা বাংলাকে পেয়েছি।’ তবে বিশ্বদরবারে স্থান করে নিতে হলে শুদ্ধ বাংলা চর্চার পাশাপাশি ইংরেজি জানতে গুরুত্ব দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘একুশের চেতনা বৃথা যায়নি। একুশ আমাদের দিয়েছে ’৬৯, ’৭১ ও ’৯০-এ স্বৈরশাসনের পতন। দেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করতে হলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

 

সর্বশেষ খবর