মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

একুশে পালনে ঢাকায় নরওয়ের মন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

একুশে পালনে ঢাকায় নরওয়ের মন্ত্রী

ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সফরে এসেছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গে ব্রেন্ডে। গতকাল দুই দিনের সফরে আসা বোর্গে ব্রেন্ডেই নরডিক দেশগুলোর প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশ সফরে এলেন। সকালে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা নরওয়ের মন্ত্রী দুপুরে হোটেল সোনারগাঁওয়ে যুব নেতৃত্বের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলা নিয়ন্ত্রণে অং সান সু চির আরও ভূমিকা রাখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় রাখাইন প্রদেশের অবস্থা নিয়ন্ত্রণে অং সান সু চির আরও বেশি কিছু করা উচিত ছিল।’ সু চির নোবেল পুরস্কারের সমালোচনা করে তিনি বলেন, ‘নোবেল পুরস্কার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেওয়া হয়। এখানে নরওয়ে সরকারের কোনো ভূমিকা নেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, একজন নাগরিক বা ব্যক্তি হিসেবে অং সান সু চি যখন নোবেল পেয়েছিলেন তখন আমি খুশি হয়েছিলাম। কিন্তু এখন তার আরও বেশি ভূমিকা সবাই প্রত্যাশা করে।’ বাংলাদেশের প্রশংসা করে বোর্গে ব্রেন্ডে বলেন, ‘যেসব রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। অক্টোবর থেকে মিয়ানমারে সশস্ত্র বাহিনীর হামলার কারণে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন, হাজার হাজার রোহিঙ্গা হয়েছেন গৃহহারা। প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।’ গতকাল রাতে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়া নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা ছেড়ে যাবেন।

সর্বশেষ খবর