শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শীর্ষ সন্ত্রাসী মোশারফের বাসায় পুলিশের অভিযান

অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শীর্ষ সন্ত্রাসী মোশারফের বাসায় পুলিশের অভিযান

রূপগঞ্জে উদ্ধার করা অস্ত্র ও গ্রেফতার তিনজন —বাংলাদেশ প্রতিদিন

মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামবাসীর বাড়িঘরে হামলা চালিয়েছে মোশাবাহিনী। বৃহস্পতিবার রাত ১টায় সশস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন। এরা সবাই মাছ ব্যবসায়ী। পরে পুলিশ মোশাবাহিনীর প্রধান ২১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ সময় মোশাবাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হলেন নাওড়ার নুরু মিয়ার ছেলে আনোয়ার হোসেন, ফজুল মিয়ার ছেলে ইয়াজুল ইসলাম ও মৃত সাহাবুদ্দিনের ছেলে নাজমুল মিয়া। ঘটনার পর থেকে পুরো এলাকায় র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গতকাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মোশারফের নাওড়ার বাসার ছাদ থেকে ১৯টি ধারালো অস্ত্র ও ২২টি টেঁটা উদ্ধার করা হয়। মোশাবাহিনীর অস্ত্রের সন্ধানে শুরু হওয়া এ অভিযান চলবে বলে পুলিশ জানায়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে মোশারফ হোসেন মোশার নির্দেশে তার বাহিনীর সদস্য নাজমুল, রুবেল, রাজু, আব্বাস, আবুল, আনোয়ার, ইয়াজুলসহ বেশ কয়েকজন রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মাছ ব্যবসায়ী রহমান মিয়ার বাড়িতে হামলা চালান। তারা আবদুর রহমান মিয়া, মতিন ও জহিরুল হককে কুপিয়ে গুরুতর জখম করেন। তাদের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনার পর গতকাল দুপুরে পুলিশ অভিযান চালায় মোশারফের বাসায়। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘আমাদের অভিযান চলছে। আরও অস্ত্র উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’

সর্বশেষ খবর