শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুতের দামও বাড়বে

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের দাম বৃদ্ধির জন্য সরকারের নেওয়া সিদ্ধান্তকে যৌক্তিক মন্তব্য করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুতের দামও বাড়বে। তিনি গতকাল শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘সরকার গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি       এরপর করেছে, একইভাবে বিদ্যুতের দামও অ্যাডজাস্ট করা হবে। বিদ্যুতের দাম বৃদ্ধির একটি প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) উপর নির্ভর করছে— তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কি করবে।’ এ প্রসঙ্গে নসরুল হামিদ আরও বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ করার লক্ষ্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। এজন্য আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগ করার মানসিকতাও থাকতে হবে। কিছুটা সময় নিয়ে গ্যাসের দাম বৃদ্ধি করা হলেও এর প্রয়োজন ছিল। এই মূল্যবৃদ্ধির ফলে অর্থনীতির উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। বরং গ্যাসের মূল্যবৃদ্ধির যে প্রস্তাব এসেছিল, তার চেয়ে অনেক কম বৃদ্ধি করা হয়েছে। গ্যাসের কিছু কিছু জায়গায় ব্যবহার আমরা নিরুৎসাহিত করতে চাচ্ছি। আর কিছু কিছু জায়গায় ভবিষ্যতে আমাদের যে এলএনজি (তরলিকৃত প্রাকৃতিক গ্যাস) আসবে, সেই দামের সঙ্গে একটা কুশন তৈরি করার কথা ভাবা হচ্ছে।’ প্রতিমন্ত্রী জানান, প্রাকৃতিক গ্যাসর উপর থেকে চাপ কমিয়ে এলপি গ্যাসের ব্যবহার বাড়াতে এই মূল্যবৃদ্ধি হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে ৩০ থেকে ৩৫ লাখ গ্রাহক পাইপ লাইনে গ্যাস পায়, বাকি কোটি কোটি লোকের কথাও আমাদের চিন্তা করতে হবে। আমাদের দায়িত্ব সারা দেশের আবাসিক খাতে নিরবচ্ছিন্নভাবে সাশ্রয়ী মূল্যে জ্বালানি দেওয়া। আমরা সেদিকেই যাচ্ছি। ধীরে ধীরে আমরা পাইপলাইনে গ্যাস ব্যবহার থেকে সরে আসতে চাই, এলপিজির ব্যবহার বাড়াতে চাই এবং এলপিজির দামও সহনীয় রাখতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর