শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ব্যস্ততা কাটিয়ে ফিরে গেলেন জয়শঙ্কর

কূটনৈতিক প্রতিবেদক

ব্যস্ততা কাটিয়ে ফিরে গেলেন জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর বাংলাদেশে ২০ ঘণ্টার ঝটিকা সফর শেষে গতকাল সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে ও দুই দেশের মধ্যে সহযোগিতার দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা আসেন জয়শঙ্কর। সেদিনই প্রধানমন্ত্রী শেখ   হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি চূড়ান্ত করেন। কূটনৈতিক সূত্রে খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো ছাড়াও একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে ভারত সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, জ্বালানি, উন্নয়ন অংশীদারিত্ব এবং সক্ষমতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ভারতের সহযোগিতার প্রশংসা করেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে, দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার অগ্রগতির ক্ষেত্রে ঐকমত্যসহ আরও নতুন এবং উদ্ভাবনী কিছু বিষয়ের সহযোগিতায় তারা উভয়ে সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ খবর