মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইইউ দূতের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ইইউ দূতের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদনের সঙ্গে দেড়ঘণ্টা বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বিকাল সোয়া ৫টা থেকে টানা দেড়ঘণ্টা এ বৈঠক চলে। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরার পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তবে বৈঠক নিয়ে কোনোপক্ষই গণমাধ্যমে মুখ খুলেননি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাতের ৫ দিন পর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করলেন ইইউ রাষ্ট্রদূত। রাজনৈতিক পর্যবেক্ষকরা এ বৈঠকটি গুরুত্বের সঙ্গে দেখছেন। সাক্ষাতের সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও  চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট নেতারা জানান, চলমান রাজনীতি ছাড়াও বৈঠকে নতুন নির্বাচন কমিশন, মানবাধিকার পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্কসহ নানা বিষয় আলোচনায় উঠেছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সঙ্গে বৈঠক করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর