মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শহীদ মিনারের মূল নকশা ফেরাতে হবে

আ স ম মাসুম, যুক্তরাজ্য

শহীদ মিনারের মূল নকশা ফেরাতে হবে

অমর একুশের কালজয়ী সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’র রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারকে মূল নকশায় ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারের মূল নকশায় একটি পাঠাগার, একটি জাদুঘর, ওয়ার্কশপ যুক্ত ছিল। ১৯৫৪ সালে যখন সরকারিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়, এখন যা দেখছেন তা নয়। মূল ডিজাইন ফিরিয়ে আনা উচিত। তিনি রবিবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান একুশে উপলক্ষে আয়োজিত আলোচনা ও আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান। তিনি আরও বলেন, বাংলা ভাষার বিকাশ ও সমৃদ্ধি সাধনে নিরলস প্রচেষ্টা হচ্ছে একুশের মূল চেতনা। এ প্রচেষ্টা সমাজের বিশেষ কোনো একটি অংশের নয়, এতে যুক্ত হতে হবে সমাজের সব অংশকেই। গাফ্ফার চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এখন বাংলা চর্চার সঙ্গে বাধাহীনভাবে মিশেল হচ্ছে ইংরেজি ও সেই সঙ্গে যোগ হয়েছে হিন্দি শব্দের অনুপ্রবেশ। এটা আমাদের সাহিত্য, সংস্কৃতি ও সমাজ জীবনের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’ তিনি বলেন, যে কোনো ভাষায় অন্য ভাষার শব্দ যোগ হতে পারে, ব্যবহূত হতে পারে, এটা ভাষার বহমান প্রকৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ। কিন্তু তা মাতৃভাষার প্রতি অবজ্ঞা থেকে হওয়া উচিত নয়, তেমনটা হলে তা গ্রহণযোগ্য হতে পারে না। সমাজমনস্ক প্রবীণ এই ব্যক্তিত্ব পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, সাহিত্যসহ সমাজ জীবনের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ এবং সেই সঙ্গে এগুলোর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে আসছেন। প্রেস ক্লাবের একুশের অনুষ্ঠানে তারই কিছু খণ্ডচিত্র তুলে ধরে তিনি বলেন, ‘মাতৃভাষার স্বকীয়তা ও মর্যাদা রক্ষায় বাঙালি জাতির মতো আত্মত্যাগ আর কোনো জাতির ইতিহাসে নেই। সে বিবেচনায় আমাদের ভাষার যথার্থতা রক্ষায় আমাদের সচেতনতা একান্ত গুরুত্বপূর্ণ।’ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিবিসি বাংলার সাবেক সম্পাদক কামাল আহমদ। দুই নির্ধারিত আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সত্যবাণী ডটকমের এডিটর অ্যাট লার্জ মুহাম্মদ আবদুস সাত্তার এবং চ্যানেল এস টেলিভিশনের হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান। প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সত্যবাণীর এডিটর-ইন-চিফ সৈয়দ আনাস পাশা, কন্ট্রিবিউটিং এডিটর আনসার আহমেদ উল্লাহ, চ্যানেল এসের সিনিয়র নিউজ রিডার জাকি রেজওয়ানা আনোয়ার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম, তাওহিদ শাকিল প্রমুখ। কবিতা আবৃত্তি করেন মিসবাহ জামাল, শহিদুল ইসলাম সাগর ও সালাহউদ্দিন শাহীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর