বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সিনিয়র নেতাদের শাসন বড় ভাইয়ের অভাব ভুলিয়ে দেয়

----শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সিনিয়র নেতাদের শাসন বড় ভাইয়ের অভাব ভুলিয়ে দেয়

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, সিনিয়র নেতাদের শাসন বড় ভাইয়ের অভাব ভুলিয়ে দেয়।

গতকাল নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের বিকেএমইএ প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শামীম ওসমান এ কথা বলেন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের পরিবার। আর সেই পরিবারের অভিভাবক ও কর্ণধার হলেন আমাদের নেত্রী। আমাদের সেই পরিবারের বিষয় নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন। আমাদের অভিভাবক, আমাদের নেত্রী যখন আমাদের শাসন করেন, আদর করেন, তখন আমরা মায়ের অভাব ভুলে যাই। ঠিক তেমনি দলের সিনিয়র নেতারা যখন আমাদের আদর করেন, শাসন করেন, তখন বড় ভাইয়ের অভাব ঘুচিয়ে দেন। একজন এমপি যখন বারবার বলছেন দলের সাধারণ সম্পাদক আমাকে শাসন করেছেন এবং পরে আদর করেছেন, সেখানে এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে আমাদের পরিবারের শাসন ও আদরের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং টাঙ্গাইলের সরকারদলীয় একজন এমপির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে প্রকাশিত দু-একটি মিডিয়াকে ইঙ্গিত করে শামীম ওসমান এসব বক্তব্য দেন। শামীম ওসমান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, দলের যোগ্য সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সারা দেশে যখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের ভিত মজবুত হতে যাচ্ছে, সাংগঠনিক গতি বৃদ্ধি পাচ্ছে, ঠিক ওই সময় এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে। আমাদের দলের গতিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা যখন ছাত্ররাজনীতি শুরু করেছি, তখন এই ওবায়দুল কাদের ভাই আমাদের শাসন করেছেন, আদরও করেছেন। পিতা-মাতা যেমন আদর করতে পারেন, শাসন করার অধিকারও তাদের রয়েছে। যদি শাসন না করেন তবে বুঝতে হবে, তিনি আদরও করবেন না। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে অতিরঞ্জন করে আওয়ামী লীগ পরিবারে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হলেও এসব ষড়যন্ত্র সফল হবে না।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত এমপি ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, জেলা মহিলা সংস্থার সভানেত্রী সালমা ওসমান লিপি প্রমুখ।

সর্বশেষ খবর