বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কঠোর হাতে ধর্মঘট দমন করুন

নিজস্ব প্রতিবেদক

কঠোর হাতে ধর্মঘট দমন করুন

দুই চালকের সাজার রায়ের পর পরিবহন ধর্মঘটে জনভোগান্তির কথা তুলে ধরে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশবাসী শান্তিতে নেই। কথায় কথায় পরিবহন ড্রাইভাররা ধর্মঘট করে জনগণকে জিম্মি করে ফেলে। তাদের অবহেলার কারণে প্রতিদিন মানুষ নিহত হচ্ছে। তাদের আন্দোলনের হুমকিতে ভীত হলে চলবে না। সরকারকে তা দমন করতে হবে। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে খুলনার ব্যবসায়ী সৈয়দ খায়রুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন দল থেকে আসা দুই শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।  এরশাদ বলেন, ক্ষমতায় থাকাকালীন পরিবহন ড্রাইভারের অবহেলার কারণে কোনো মানুষের মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান করেছিলাম। সে আইন রাখতে পারেনি। বর্তমান আইনে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। তাও বহাল রাখা যাবে কি না সন্দেহ। যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে এরশাদ বলেন, আলো দেখতে পাচ্ছি। যেভাবে জাতীয় পার্টিতে যোগদান চলছে, তাতে আমি বিশ্বাস করি, আমরাই আগামীতে সরকার গঠন করতে পারব। তিনি বলেন, মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, পরিবর্তন চায়। এদেশকে আবার উন্নয়নের জোয়ারে ভাসাতে হলে, শান্তি প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় যেতে হবে। পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, খালেদ আক্তার, রেজাউল ইসলাম ভূইয়া, মাখন সরকার, জাহিদ বিপ্লব প্রমুখ।

ঢাকার সুন্দরগঞ্জবাসীর সঙ্গে মতবিনিময় : সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে ঢাকার সুন্দরগঞ্জবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, সুন্দরগঞ্জের উপনির্বাচনে এরশাদ মনোনীত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর বিজয়ের মধ্য দিয়ে জাতীয় পার্টির জয়যাত্রা শুরু হবে। যে কোনো মূল্যে ২২ মার্চের উপনির্বাচনে এরশাদ মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। আরও বক্তব্য দেন জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা সুজন দে প্রমুখ।

সর্বশেষ খবর