বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৮ দূতাবাসকে ডিএনসিসির চিঠি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কূটনৈতিক জোনের আটটি দেশের দূতাবাসকে ফুটপাথে তৈরি নিরাপত্তামূলক স্থাপনা সরিয়ে নিজস্ব কম্পাউন্ডের ভিতরে নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাথের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ডিএনসিসির কাছে দেওয়া গুলশান সোসাইটির সভাপতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। ডিএনসিসি সূত্রে জানা যায়, ব্যারিস্টার ওমর সাদাতের দায়ের করা এক রিট পিটিশনের রায়ে ২০০১ সালের ১১ ফেব্রুয়ারি হাই কোর্ট ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে ঢাকার ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্তকরণের নির্দেশনা প্রদান করেন। সে নির্দেশনার বিষয়ে উল্লেখ করে গুলশান সোসাইটির সভাপতি ড. এ টি এম শামসুল হুদা ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিএনসিসির মেয়র বরাবর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, কানাডা, ফ্রান্স, ইউকে, অস্ট্রেলিয়া এবং তুরস্কের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে ফুটপাথের স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর