বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দিনদুপুরে অবনী ফ্যাশনের দেড় কোটি টাকা ছিনতাই

সাভার প্রতিনিধি

সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের প্রায় এক কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের নাজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, দুপুরে হেমায়েতপুরের নাজিমনগর এলাকার ব্যাবিলন গ্রুপের অবনী নিটওয়্যার লিমিটেড কারখানা থেকে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ ৩৭-৯৯৪৪) করে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির জুনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদসহ কয়েকজন ঋষিপাড়া পদ্মার মোড় এলাকায় অবনী ফ্যাশনে রওনা দেন। সিংগাইর সড়কে ইউটার্ন নেওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ডাকাত তাদের প্রাইভেটকারের গতি রোধ করে। তারা গাড়িতে গুলি করে ব্যাগে থাকা নগদ এক কোটি ৫৩ লাখ টাকা লুট করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতরা এ সময় ওই প্রাইভেটকারে থাকা পাঁচজনকে মারধর করে জখম করে। তবে স্থানীয় বাসিন্দারা চিৎকার করলে অন্য ব্যাগে থাকা ৬৩ লাখ টাকা রক্ষা পায়। ছিনতাই হওয়া টাকাগুলো থেকে অবনী ফ্যাশনে গতকাল শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িত কাউকে আটক বা লুট হওয়া টাকা উদ্ধার করতে পারেননি। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাস্তা থেকে টাকা লুট হয়েছে এতে আমার কী করার আছে।’ এদিকে ব্যাবিলন গ্রুপের সিনিয়র এইচআর কমপ্লায়েন্স ম্যানেজার মোহাম্মদ আলম সিদ্দিকী বলেন, ‘লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের কোনো চেষ্টা দেখছি না। আমরা আতঙ্কে আছি।’ এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর