বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

সেই মেন্ডিসই ভোগাচ্ছে

ক্রীড়া প্রতিবেদক

রানের খাতা খোলার আগেই যে লঙ্কান ক্রিকেটার আউট হয়ে গিয়েছিলেন, নো-বলের কারণে নতুন জীবন পেয়ে সেই কুশল মেন্ডিসই এখন টাইগারদের গলার কাঁটা হয়ে গেছে। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ  চার উইকেট হারিয়ে ৩২১ রান। দিন শেষে মেন্ডিস ১৬৬ রান করে অপরাজিত রয়েছেন। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের বোলাররা। ৯২ রানে তিন লঙ্কান ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে দিয়েছিলেন তারা। কিন্তু চতুর্থ উইকেটে গুনারত্নেকে নিয়ে ১৯৭ রানের জুটি গড়ে দিনটি নিজের করে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ বিকালে তাসকিনের বলে আউট হওয়ার আগে ৮৫ রান করেছেন গুনারত্নে। শ্রীলঙ্কার বড় স্বস্তি এখনো অপরাজিত রয়েছেন মেন্ডিস। তাই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখছেন স্বাগতিকরা। অথচ প্রথম বলেই ভাগ্যের সহায়তায় বেঁচে গিয়েছিলেন ২২ বছর বয়সী এই লঙ্কান তারকা। মেন্ডিসের ব্যাটের কানায় লেগে বল চলে গিয়েছিল উইকেটরক্ষক লিটন কুমার দাসের গ্লাভসে। আম্পায়ার আউটের সিদ্ধান্তও দিয়েছিলেন। কিন্তু পরে দেখা যায় বোলিং করার সময় ওভারস্টেপিং করেছেন বোলার শুভাশীষ রায়। তাই ‘নো বল’। দিন শেষে এই নো-বলের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর