সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হাজারীবাগে ট্যানারি বন্ধের নির্দেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে থাকা সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে হাজারীবাগ এলাকা থেকে ট্যানারি কারখানাগুলো সরাতে হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা বহাল রইল। এর আগে ৬ মার্চ হাজারীবাগে থাকা সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক            আবেদনের শুনানি নিয়ে ওই দিন হাই কোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করে ৬ এপ্রিল প্রতিবেদন দিতে বলা হয়। এর বিরুদ্ধে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন আপিল বিভাগে আবেদন করেন। আবেদনের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। হাই কোর্টের আদেশের পর তিনি বলেছিলেন, সর্বশেষ ২০১০ সালের অক্টোবরে ট্যানারিগুলোকে স্থানান্তরে আদালত ছয় মাস সময় দিয়েছিল। সে অনুসারে ২০১১ সালের ৩০ এপ্রিলের পর হাজারীবাগে ট্যানারি চালানোর অনুমোদন নেই। এরপরও সরকার ট্যানারিগুলোকে একাধিকবার সময় দিয়েছে। গত ৩১ ডিসেম্বর সর্বশেষ সময় অতিবাহিত হওয়ার পর তা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি বলেন, সময় বাড়ানোর  ক্ষেত্রে সরকার আদালতের অনুমতি না নেওয়ার কারণে আমরা সরকারের সময় বৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করি। শুনানি নিয়ে আদালত হাজারীবাগের সব ট্যানারি অবিলম্বে বন্ধ এবং কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দিয়েছে।

সর্বশেষ খবর