শিরোনাম
সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সর্বকালের সফল পাঁচে সাকিব

আসিফ ইকবাল

সর্বকালের সফল পাঁচে সাকিব

সাকিব আল হাসান; বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। বাংলা সিনেমার ‘মহানায়ক’ উত্তম কুমারের মতো বাংলাদেশ ক্রিকেটেরও ‘মহানায়ক’ সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের হাত ধরে বহু জিতেছে টেস্ট খেলুড়ে দেশের নবীনতম দেশটি। গতকাল সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সেই ১০০তম টেস্টে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের অসাধারণ জয়ের নায়ক গোটা দল। মূল ভিত কিন্তু গড়ে দেন সাকিব সেঞ্চুরি করে। শুধুই কি সেঞ্চুরি? দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে টাইগারদের জয়ের উপলক্ষ তৈরি করে দেন। অসাধারণ, অসামান্য পারফরম্যান্সের পরও ম্যাচসেরা না হলেও সিরিজসেরা হয়েছেন সাকিব। দুই টেস্টে ১৬২ রান ও ৯ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। একই সঙ্গে বাঁহাতি স্পিনারদের উইকেট শিকারের সর্বকালের তালিকায় নিজেকে পাঁচ নম্বরে তুলে এনেছেন। ৪৯ টেস্টে সাকিবের উইকেট এখন ১৭৬টি। বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের ৩৭৩টি। গলে পাঁচ দিন লড়াই করে হেরেছিল বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালের টেস্টটি ছিল বাংলাদেশের ১০০তম। গুরুত্বের বিবেচনায় টেস্টটির আবেদন অনেক ওপরে। এমন একটি টেস্ট নিয়ে ক্রিকেটার থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহ নিয়ে বসে ছিলেন। ক্রিকেটপ্রেমীদের মনোবাসনা ভেঙে দেননি ক্রিকেটাররা। সামনে থেকে ঐতিহাসিক জয়ের নেতৃত্ব দিয়েছেন সাকিব। প্রথম ইনিংসে ১১৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৫ রান। বোলিংয়ে প্রথম ইনিংসে ৮০ রানে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন ৭৪ রানের খরচে। ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে ম্যাচসেরা হওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু ম্যাচসেরা হন দ্বিতীয় ইনিংসে ৮২ রান করা তামিম। ম্যাচসেরা না হলেও সিরিজসেরা সাকিব সব সময় দলে অবদান রাখতে চান, ‘সবসময় ইচ্ছে থাকে দলের জন্য ভালো করার। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ দলের প্রয়োজনে পারফরম্যান্স করতে পেরেছি। দলে অবদান রাখা আমার জন্য অনেক বড় ব্যাপার।’ বিশ্বসেরা অলরাউন্ডার ৪৯ টেস্টে রান করেছেন ৩৪৭৯ এবং উইকেট ১৭৬টি। কলম্বো টেস্টে ৬ উইকেট নিয়ে তিনি পেছনে ফেলেছেন ইংলিশ বাঁহাতি স্পিনার টনি লককে। লকের উইকেট সংখ্যা ৪৯ টেস্টে ১৭৪টি। অবশ্য সাকিবের ওপরের সেরা বাঁহাতি স্পিনারের সবার উইকেট আড়াইশর ওপরে। সবার উপরে আসীন হেরাথের উইকেট ৮০ টেস্টে ৩৭৩টি। দুই নম্বরে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি, উইকেট ৩৬২টি। ২৯৭ উইকেট নিয়ে তিন নম্বরে আরেক ইংলিশ স্পিনার ডেরেক আন্ডারওড। চার নম্বরে ভারতের সাবেক অধিনায়ক বিষেন সিং বেদির উইকেট ২৬৬টি। উইকেট কিংবা রানের বিচারে সাকিবকে মাপা যাবে না বাংলাদেশের ক্রিকেটে। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজদের মতো অনেক  উইনার রয়েছেন দলে। তার পরও বাংলাদেশের সাফল্যের সিংহভভাগই নির্ভর করে সাকিবের জ্বলে ওঠার ওপর। তাই সাকিব এখন বাংলাদেশ ক্রিকেটের ‘মহানায়ক’!

 

সর্বশেষ খবর