শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হেফাজতের সঙ্গে কম্প্রোমাইজ করিনি

নিজস্ব প্রতিবেদক

হেফাজতের সঙ্গে কম্প্রোমাইজ করিনি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হেফাজতের চিন্তা-চেতনার সঙ্গে আওয়ামী লীগের চিন্তাধারার কোনো মিল নেই। তাদের সঙ্গে আওয়ামী লীগের জোট হয়ে যায়নি। চিন্তাধারারও মিলমিশ হয়নি। আমরা কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি, হেফাজতকে স্বীকৃতি দেইনি।’ গতকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পাল্টা জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। ‘হেফাজতে মিতালি হবে আত্মঘাতী’— বামধারার প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের রাজনীতির রিয়েলিটি হচ্ছে- জনগণের অনুভূতি আবেগের সঙ্গে সঙ্গতি রেখে যারা বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে পারে- তারাই এ দেশের সত্যিকারের প্রগতিশীল। আমরা বাংলাদেশে ৭০ হাজার কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের তো ইগনোর করতে পারি না। বাংলাদেশের স্বার্থে জনগণের যে একটা আবেগ, একটা বৃহৎ জনগোষ্ঠী- তারা পড়াশোনা করে। তাদেরও একটা শিক্ষা স্বীকৃতি দেওয়া উচিত। এটা বাস্তবসম্মত।’ ভারতের সঙ্গে সামরিক সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চীনের সঙ্গেও খালেদা জিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন। তখন তো তা নিয়ে কোনো আলোচনা হয়নি। সংসদে বা সংসদের বাইরে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি সে সময় সমালোচনা করেননি। ভারতের সঙ্গে একই সমঝোতা স্মারক স্বাক্ষর করায় কেন সমালোচনা? ভারত তো আমাদের বন্ধুপ্রতিম দেশ। মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে- এমন দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করার সময় তো সমালোচনা হয়নি।’ তিনি খালেদা জিয়ার ৫ পৃষ্ঠার লিখিত বক্তব্যকে মনগড়া ও মিথ্যা তথ্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে উল্লেখ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার বক্তব্য শুধু উদ্দেশ্যপ্রণোদিতই নয়,  উসকানিমূলকও। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. আবদুর রাজ্জাক, মুকুল বোস, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, অসীম কুমার উকিল, ড. হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, হাবিবুর রহমান সিরাজ, আফজাল হোসেন, আবদুস সবুর, শামসুন্নাহার চাপা, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন, রেমন্ড আরেং, গোলাম কবীর রাব্বানী চিনু প্রমুখ।

সর্বশেষ খবর