শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশে খেলতে আসছে না পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল আগামী জুলাইয়ে। কিন্তু হঠাৎ সফরটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পিসিবির সভাপতি শাহরিয়ার খান মিডিয়াকে বলেছেন, বিসিবির সঙ্গে আলোচনা করেই নাকি তারা বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। অথচ পাকিস্তানের বাংলাদেশ সফর স্থগিতের খবরটি মিডিয়ার মাধ্যমে জানার পর বিস্মিত বিসিবি। গতকাল বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘পিসিবির এমন সিদ্ধান্তে আমরা সত্যিই বিস্মিত। আমরা কিছুদিন আগেও জানতাম তারা বাংলাদেশ সফর করবে। তারা বাংলাদেশে আসবে না এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে কিছু জানতে পারিনি। যা জেনেছি তা কেবল মিডিয়ার মাধ্যমে। ওরা হয়তো সফর স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেটা তারাই এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানতে পারিনি।’ পিসিবি কর্তা শাহরিয়ার খান বলেছেন, ‘বাংলাদেশ চলতি বছরে পাকিস্তান সফর করবে কিনা এ ব্যাপারে কথা বলেছিলাম। পাকিস্তান তো পর পর দুটি ট্যুর করেছে বাংলাদেশে। তৃতীয়বারের মতো আমরা বাংলাদেশে যেতে চাচ্ছি না। সে কারণেই আমরা এই সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। ’ বাংলাদেশ সব শেষ পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে। এরপর পাকিস্তান ২০১২ এবং ২০১৫ সালে দুটি সফর করেছে। কিন্তু বাংলাদেশ আর যায়নি। আসলে বাংলাদেশ দল পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সেখানকার পরিস্থিতি অনুকূলে না থাকায় যেতে পারেনি। তা ছাড়া ২০১৫ সালে পাকিস্তান যে বাংলাদেশে এসে খেলে গেছে সে সিরিজকে তারা ‘হোম সিরিজ’ হিসেবে দাবি করেছে। সে কারণেই তারা ওই সিরিজের আয় থেকে পৌনে ৩ কোটি টাকা নিয়ে গেছে।  সে কারণেই নিয়ম অনুযায়ী এই সিরিজ বাংলাদেশের। তা ছাড়া ২০১৫ সালে নাকি পিসিবির সঙ্গে বিসিবির চুক্তি হয়েছিল, পরের দুটি সিরিজ তারা বাংলাদেশে খেলবে। জালাল ইউনুস বলেন, ‘এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী এ সিরিজ আমাদের এখানে হওয়ার কথা। এটা কখনোই পাকিস্তানের সিরিজ নয়। ২০১৫ সালের পর তাদের সঙ্গে আমাদের দুটি সিরিজের চুক্তি হয়েছিল। পিসিবি বলেছিল আমাদের এখানে তারা দুটি সিরিজ খেলবে। এছাড়া আর্থিক ইস্যু নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির মীমাংসা হয়ে গেছে। তখন তারা বলেছিল ২০১৭ সালে সফর করবে।’ ২০০৯ সালে লাহোরে লঙ্কান ক্রিকেটারদের বাসে বোমা হামলার পর থেকেই পাকিস্তানে ক্রিকেট দলগুলো যেতে চাচ্ছে না। তা ছাড়া পাকিস্তান এখনো নিরাপদ নয়। প্রতিনিয়তই কোথাও না কোথাও জঙ্গি হামলা হচ্ছে। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা পাকিস্তানে যাওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছে। বাংলাদেশও প্রত্যাখান করেছে পাকিস্তানের প্রস্তাব। জালাল ইউনুস বলেন, ‘পিসিবি চায় বাংলাদেশ দল পাকিস্তানে গিয়ে দুটি টি-২০ ম্যাচ খেলুক। বাকি সিরিজ তারা আমাদের এখানে খেলবে। কিন্তু আমরা এখনই পাকিস্তানে গিয়ে কোনো ম্যাচ বা কোনো সিরিজ খেলতে চাচ্ছি না।’ জুলাইয়ে বাংলাদেশে এসে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু এখন সে সিরিজ স্থগিত। এর আগেও জাকা আশরাফ সভাপতি থাকার সময় পিসিবি ইচ্ছা করে তাদের ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসতে দেয়নি। তবে এবার পিসিবির বিরুদ্ধে বিসিবি কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘এই মুহূর্তে কিছু বলা মুশকিল। এগুলো আলোচনার বিষয়। এ সফর যদি পিছিয়ে যায় বা বাতিল হয়ে যায় তবে আলোচনা করতে হবে। এরপর আমরা সিদ্ধান্ত নিতে পারব পরবর্তীতে আমরা কি করব!’

সর্বশেষ খবর