শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পবিত্র শবেবরাত ১১ মে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবেবরাত ১১ মে

আগামী ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত। গতকাল সন্ধ্যায় শাবানের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আজ ২৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে। গত সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ১১ মে দিবাগত রাতই শবেবরাতের রাত। শবেবরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবেবরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল রোজা ও নামাজ, কোরআন  তেলাওয়াত, কবর জিয়ারত, দান খয়রাত, জিকির-আসগর ও ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর