শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না

নিজস্ব প্রতিবেদক

রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডলারের কারণে আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না। সরকার সচেতন রয়েছে। যে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী গতকাল সচিবালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়ার সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। মন্ত্রী জানান, বাজারে ডলারের দাম যাতে আর না বাড়ে সে বিষয়ে তিনি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে কথা বলেছেন। এরই মধ্যে ডলারের মূল্য ৮৪ টাকা থেকে ৮২ টাকায় নেমে এসেছে। শিগগিরই ডলারের দাম স্বাভাবিক অবস্থায় নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তোফায়েল বলেন, এ মুহূর্তে ছোলা, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মজুদ প্রয়োজনের তুলনায় অনেক বেশি রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি বছরের মতো টিসিবির মাধ্যমে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বাজারে সরবরাহ করতে উদ্যোগ গ্রহণ করেছে। সারা দেশে ডিলারের মাধ্যমে এবং প্রধান শহরে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। গত বছরের মতোই রমজান মাসসহ সারা বছর নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক থাকবে। হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সমঝোতা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই এটা স্পষ্ট করেছেন। কওমি মাদ্রাসার ১৫ লাখ ছাত্রের স্বীকৃতির বিষয়টি ঝুলে ছিল। প্রধানমন্ত্রী তা নিষ্পত্তি করেছেন। তার মানে এই নয় যে তাদের সঙ্গে আওয়ামী লীগের আপস বা জোট হয়ে গেল। আওয়ামী লীগ তার নীতি থেকে একচুলও সরেনি।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে এমন প্রত্যাশা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির অভ্যাস হচ্ছে অহেতুক অভিযোগ করা। বিএনপি সকালে নির্বাচনে কারচুপির অভিযোগ করে, বিকালে দেখা যায় তাদের দল ও প্রার্থীই বিজয়ী হয়েছেন।

সর্বশেষ খবর