সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

দোষী সাব্যস্ত না হলে রাজাকার বলা ঠিক নয় : ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে কাউকে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করা যাবে না মর্মে মন্তব্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ অভিমত দেয়। মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার নওগাঁর তিন আসামিকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন বিষয়ে শুনানির সময় ট্রাইব্যুনালের এ বক্তব্য আসে। পরে ৮ ও ৯ মে রেজাউল করিম, ইসহাক আলী ও শহীদ মণ্ডলকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। এ মামলার অন্য আসামি নজরুল ইসলাম পলাতক। প্রসিকিউটর আবুল কালাম সাংবাদিকদের জানান, এই তিন আসামির নামের সঙ্গে রাজাকার শব্দ উল্লেখ থাকায় ট্রাইব্যুনাল বলেছে, বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে কাউকে রাজাকার বলা যাবে না।

সর্বশেষ খবর