শিরোনাম
বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

মোদির সঙ্গে দিল্লিতে আব্বাসের বৈঠক

মোদির সঙ্গে দিল্লিতে আব্বাসের বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভারতের রাজধানীতে নয়া দিল্লিতে গতকালের ওই বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াসহ অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে। দেশ দুটির মধ্যকার সম্পর্ক আরও গভীরতর করাই ছিল দুই নেতার এ বৈঠকের মূল লক্ষ্য বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেজাানানো হয়েছে। চারদিনের সফরে রবিবার দিল্লিতে পৌঁছান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল ভাগ্লে এক টুইট বার্তায় বলেন, ‘দেশ দুটির মধ্যকার সম্পর্ক সংহতি ও বন্ধুত্বের। প্রধানমন্ত্রী মোদি দিল্লির হায়দরাবাদ হাউসে আব্বাসের সঙ্গে বৈঠক করেন।’ এর আগে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফিলিস্তিনের প্রতি দেশটির সমর্থন পুনর্ব্যক্ত করেন। এর আগে গতকাল সকালে রাষ্ট্রপতি ভবনে আব্বাসকে স্বাগত জানান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিটিআই

সর্বশেষ খবর