সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

মূসক একই কমবে হার

নিজস্ব প্রতিবেদক

মূসক একই কমবে হার

ভ্যাটের হার একই হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেন, ভ্যাট কমিয়ে নতুন হার নির্ধারণ করে আগামী ২৫ অথবা ২৬ মে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। গতকাল সচিবালয়ে ডিসিসিআই এবং ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান। ‘ভ্যাটের হার কমবে বলে জানিয়েছেন, এখনো কি সেই সিদ্ধান্তেই আছেন’- এমন প্রশ্নে মুহিত বলেন, ‘ইয়েস ইয়েস ইয়েস অফকোর্স।’ ভ্যাটের একটি হারই থাকবে এবং ভ্যাট আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানান অর্থমন্ত্রী। মুহিত বলেন, ‘এত যখন আপত্তি আছে, সেটা কমানোর ব্যবস্থা হবে। আগামী ১ জুলাই থেকেই কার্যকর হবে। এটাই স্বাভাবিক কারণ বাজেট ১ জুলাই থেকে কার্যকর হয়।’ প্রধানমন্ত্রী ভ্যাট নিয়ে কোনো নির্দেশনা দেননি বলে জানান মুহিত। তবে তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রীকে ভ্যাট নিয়ে আপত্তির বিষয়টি জানিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর