সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় চন্দ্রিকা কুমারাতুঙ্গা

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় চন্দ্রিকা কুমারাতুঙ্গা

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা তিন দিনের সফরে গতকাল সকালে ঢাকায় এসেছেন। বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড লিডারশিপ ফাউন্ডেশন’-এর প্রতিনিধি হিসেবে তার এ সফর। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত এক সেমিনারে বক্তৃতা করবেন কুমারাতুঙ্গা। ১৯৯৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা। গতকাল ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান, ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কান হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরাসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা যায়, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা আগামী জুলাইয়ে ঢাকা সফর করবেন। সেই সফরের আগে ঢাকা সফরে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলবেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা। ঢাকায় তিনি প্রধানমন্ত্রী ছাড়া স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের বিভিন্ন অংশ, সুশীল সমাজ ও কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন।

সর্বশেষ খবর