রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা
ভাস্কর্য সরানো নিয়ে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

১৪০ জনের নামে মামলা, জেলে চারজন

নিজস্ব ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৪০ জনের নামে মামলা, জেলে চারজন

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার চারজনের মুক্তির দাবি জানানো হয়েছে। এদিকে গ্রেফতারকৃতদের জামিন শুনানি আজ রবিবার ধার্য করেছে আদালত।

গতকাল বিকালে রাজধানীর শাহবাগে ‘ছাত্র-জনতার প্রতিবাদ’ ব্যানারে আয়োজিত এক সমাবেশ গ্রেফতারকৃতদের মুক্তির এই দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এর আগে শুক্রবার সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবী  থেমিসের ভাস্কর্য সরানোর প্রতিবাদে বাম ছাত্র সংগঠনগুলো প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে কাঁদুনে গ্যাস ও জলকামান ছুড়ে বাধা দেয় পুলিশ। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়। ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ মিছিলে বাধা ও আটকের প্রতিবাদে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ     সমাবেশের ডাক দেওয়া হয়। পূর্বঘোষিত গতকালের এই সমাবেশে বক্তারা বলেন, যেসব আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। না দিলে কাল (রবিবার)  বেলা ১১টায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপরও মুক্তি না দিলে আগামী ১ জুন শাহবাগে প্রতিবাদ সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়া হবে। উদীচীর সাধারণ সম্পাদক ও সমাবেশের সভাপতি জামশেদ আনোয়ার তপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সহসভাপতি প্রবীর সরদার, যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজ সোহেল, গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও মানবেন্দ্র দেব, লেখক ও প্রকাশক রবিন আহসান, ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা, ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি তুহিন কান্তি দাস প্রমুখ। আর পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আরেকটি বিক্ষোভ সমাবেশে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদ ও পুনঃস্থাপনের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। একই সঙ্গে আগামী ৩ জুন প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ওই দিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারসহ সব জেলা ও উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করবে জোট। এতে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা আমানুল হক, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, চারুশিল্পী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম সারোয়ার প্রমুখ। শুক্রবার ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিল থেকে গ্রেফতার চারজনের জামিন আবেদন শুনানির দিন আজ রবিবার ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার। হত্যা চেষ্টার অভিযোগের মামলায় গতকাল তাদের আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। মামলার আটক আসামিরা হলেন— ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, ছাত্র ইউনিয়ন কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মামলার এজাহারে অজ্ঞাত পরিচয় আরও ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

সর্বশেষ খবর